Khoborerchokh logo

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে এন.ইউ ভিসির শোক 137 0

Khoborerchokh logo

ছবি,জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান


জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে এন.ইউ ভিসির শোক 
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। বৃহস্পতিবার এক শোকবার্তায় মাননীয় উপাচার্য মরহুমের আত্মার মাগফেরাত এবং তার শোকাহত পরিবার পরিজন ও শুভানুধায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় মাননীয় উপাচার্য বলেন, ইমেরিটার্স আনিসুজ্জামান দেশের বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও গবেষক, ভাষাসংগ্রামী, মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী, সংবিধানের অনুবাদক, দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ। ‘প্রজ্ঞা ও শুদ্ধ চেতনায় দীপ্ত এই মানুষটির চলে যাওয়া দেশের জন্য এক অপূরনীয় ক্ষতি।’ মুত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com